I have recently removed one of my lower left chewing teeth due to pain and infection. Now I want to place a dental implant in that tooth, but I can feel that some portion of the removed tooth remains. Recently, I underwent a CBCT scan of my lower jaw. My doctor says that it is not a tooth portion but a bone, and he plans to do an implant along with grafting the same day, without removing the tooth/bone portion. Could you tell from my CBCT whether this will be the correct procedure?
কোকিলার বাসায় ফিরে আসা: উড়ন্ত মেঘের কালোচুলে দমকা হাসির মায়া, মনপ্রাঙ্গণ পেরিয়ে গেছে পঞ্চাশ, হয়তো বা ষাটের ছায়া। প্রথমবার যখন তোমায় দেখেছিলাম, ফিসফিসে বনভূমি, কুয়াশা ঢাকা হ্রদ— বেদনাকে নিয়ে এক ঘর সচ্ছলতা বিস্ফারিত চোখ ছিল নীরব সম্পদ অরণ্যের গভীরে বিস্মৃত স্মৃতির পাতা সব কিছুর ছায়ায় ছিল তোমার চোখের ইশারা সব কিছুতেই লুকিয়ে ছিল তোমার চোখের পলক। আহা,সেই জাদুকরী মুহূর্তগুলি— চুপিচুপি ফিরে আসে,পুকুর পারের গল্প, রি-বুট হওয়া এক শর্তবিহীন হাতে গচ্ছিত রেখে দিয়েছি অযুত স্বপ্ন। কোথায় কোথায় গেল যে সব বইগুলি
Comments
Post a Comment