আজ পাহাড়ের সংশয়,
ভরালী হলো রুদালী—হুল্লোড়ে ভাঙেগ নদীবাঁধ,
কৃষাণীর কোলে স্তব্ধতা,
হুল্লোড়ে ভাঙেগ নদীবাঁধ,
কৃষাণীর কোলে স্তব্ধতা,
মাটি লেপে দেয় ক্ষতচিহ্ন
উধাও সে নদীর চর
মার্কিন দেশের মগের মুলুক
আলাস্কার শীতলতায় কোমর কষে দুই মেরু
হোয়াইট হাউসের দেয়ালে গোপন সম্মতি
বন্ধুতের কাহানি মজেদার—
তেল আর অস্ত্র বাজার,
বিরল মৃত্তিকা,নিঃশব্দ পোলারাইজেশন
দাঁতে দাঁত লেগে অস্থির সময়
সওদা চলে কূটনীতির ছায়ায়।
Comments
Post a Comment