চেনাবের প্রতিধ্বনি :
রক্তিম আকাশে ছেঁড়া মেঘের আভাস,
জমির বুকে আঁকা ইতিহাসের রক্তরেখা,
সিন্ধুর বুকের সিঁদুর মোছা বেদনা,
নদীর ঢেউয়ে,ধোঁয়ায় দগ্ধ স্বপ্নের মিছিল।
এতো যৌবন নিলে কী নিয়ে থাকবে তুমি?
জীবন কি শুধু সঞ্চয়ের খেলা
নাকি এক নিরন্তর বিদায়পর্ব
যৌবনের উত্তাপ শেষে,
কী থাকে?—এক নিস্তব্ধতার প্রতিধ্বনি।
বিশ্বাসের অতীত পিছে ফেলে,
চেনাবের চেনামুখ নীরবতা কথা বলে ওঠে;
অশ্বচালকের দীর্ঘশ্বাসে জেগে ওঠা প্রতিধ্বনি,
ফিসফিসানি দুঃস্বপ্নের গান,
ধূসর সময়ের কুহেলিকা ঠেলে,
স্রোতের সাথে রচিত হয় এক নতুন অধ্যায়।
Comments
Post a Comment