পাহাড় জ্বলছে: উদাসী দিগন্তে মন খারাপের দিনে, একান্তে পাহাড় আজ লুকিয়েছে মুখ কুয়াশার আড়ালে পাইনের বনে সূর্যস্নাত সকালে। দুই নিঃসঙ্গ পাহাড়ের মাঝে এক শীর্ণকায় নদী, নদী তাকে বলা যায় যদি, বালুকাবেলা চিরে ট্যাঙ্কার এর ঘর ঘর ডাকে হয়তো সে হারিয়েই যাবে কোনো এক ফাঁকে। পাহাড়ের মাথায় তখন শুধুই গুঞ্জন স্বর্গ নদী পাড়ি দিতে আরও কত যোজন? আরও কত দূরের টান নদীর সাথে কলতান, মন ভোলানো স্বপ্ন রাজ্যে গড়ব মোদের স্থান। ছদ্মবেশী মায়া দক্ষিণ গরম হাওয়া ক্ষুৎপিপাসায় ক্লান্ত দেহ বিষম শীর্ণকায়া, মেঘের নিচেই লুকিয়ে ছিল হিংসুটে রৌদ্র ছায়া। হয়নি আমার পাহাড় দেখা রাত্রি যেমন কাঁটা, জানে শব্দভেদী ভাষা। রাত পোহালেই ফুটবে যে সেই কঠোর কঠিন সূর্যশিখা।
Posts
- Get link
- X
- Other Apps
ক্যালিফোর্নিয়ার একদিন: সে এক দূর দেশের কথা মেঘলা শান্ত দিন নিঝুম যায় না দেখা লোকের মাথা চতুর্দিক নিস্স্তব্ধ ঘুম ঘুম। আর এক মেঘের ঝালর মিরা মেসার সোনালী আভায় উপত্যকায উড়িয়ে দেয় লাল, হলুদ, সবুজ ক্যালিফোর্নিয়া পপি র চাদর। আদম ইভের ইডেনে, রাত্রি আসে চুপিসাড়ে বৃষ্টি পড়ে ঝিরঝিরিয়ে, ন্যাপা ভ্যালির ধারে ধারে ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আসা, ফুরায় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। পশ্চিম আকাশে গৈরিক আলোর লিখন ড্রয়িং রুমে লিলির সুবাস, বাতাসে ছড়ায় চুম্বন ছেলেটির চোখে তখনও স্বপ্নপূরণের মহারণ রাতের তারায়-তারায় আলাপ চলে বহুক্ষণ। সুদূরের মরীচিকা স্বপ্ন দেখায় কঠিন বর্তমান ভবিষ্যত খোঁজে মাঝে মাঝে মিরামার থেকে উড়ে আসা ফাইটার প্লেনের গর্জন নীরবতা ভাঙে।
- Get link
- X
- Other Apps
A beautiful California summer: Captured a few images of California summertime where the waves roared, the sun smiled, and the sky was as blue as a diamond. On a typical California summer, 2 families went to the ocean side at La Jolla shores for a full-day picnic. While we hurried to select an open spot in the grassland just before the sandy surface of the ocean, the little ones were busy putting up tents and umbrellas in the space occupied by us. We opted for an early lunch with a sandwich before going to the ocean. Alisha, the younger of the two sisters all 10 years, is determined to pursue Marine Engineering when she grows up. The extent of her interest was fully evident when she took us for a short walk all along the shore towards the Tadpole area. What was a 5-minute walk as per that naughty child, turned out to be a 3-4 kilometers stroll along the beach almost to Torrey Pines Gliders port. On not finding any larva-stage amphibians at the designated place, she w...
- Get link
- X
- Other Apps
ক্যালিফোর্নিয়ার একদিন: সে এক দূর দেশের কথা মেঘলা শান্ত দিন নিঝুম যায় না দেখা লোকের মাথা চতুর্দিক নিস্স্তব্ধ ঘুম ঘুম। আর এক মেঘের ঝালর মিরা মেসার সোনালী আভায় উপত্যকায উড়িয়ে দেয় লাল, হলুদ, সবুজ ক্যালিফোর্নিয়া পপি র চাদর। আদম ইভের ইডেনে, রাত্রি আসে চুপিসাড়ে বৃষ্টি পড়ে ঝিরঝিরিয়ে, ন্যাপা ভ্যালির ধারে ধারে ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আসা, ফুরায় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। পশ্চিম আকাশে গৈরিক আলোর লিখন ড্রয়িং রুমে লিলির সুবাস বাতাসে ছড়ায় চুম্বন ছেলেটির চোখে তখনও স্বপ্নপূরণের মহারণ রাতের তারায়-তারায় আলাপ চলে বহুক্ষণ। সুদূরের মরীচিকা স্বপ্ন দেখায় কঠিন বর্তমান ভবিষ্যত খোঁজে মাঝে মাঝে মিরামার থেকে উড়ে আসা ফাইটার প্লেনের গর্জন নীরবতা ভাঙে।
- Get link
- X
- Other Apps

বর্ষণমুখর দিনের গল্প: আমার বর্ষাকাল মানে নিজের চোখে দেখা গ্রামবাংলার বর্ষাকাল । সেই জল থৈ থৈ মাঠ , পুকুর , কর্দলিপ্ত ফুটবলের বিকেল , জুঁই , বেল এর গন্ধে মাতোয়ারা সন্ধা আর ব্যাঙ এর ডাকে সঘন গহন রাত্রি ।সন্ধ্যা হলেই জমাট বাঁধা অন্ধকার ঘিরে ধরতো আমাদের পাড়াকে। আমরা তখন সবাই মিলে ছাদে। প্রকৃতির অকৃত্রিম হাওয়া ই যে গরম থেকে নিস্তার পাওয়ার একমাত্র অবলম্বন। হারিকেনের মিটি মিটি আলো সেই আঁধারের সাথে লড়তে গিয়ে বিষন্ন এক দীপশিখার মত যখন নিভু নিভু ঠিক সেই সময় হাজার হাজার জোনাকি দেখা দিত। জোনাকির আলো আর শিয়ালের হুক্কা হুয়া ডাক শুনতে শুনতে ঘুমের দেশে পরী এসে কখন যে আপন করে নিত। ঘুম পাড়ানি মাসি পিসি কে আনতে হলে এখনকার যুগে কতই না মেহনত করতে হয় কিন্তু সেই সময়ের লাইট ও সাউন্ড সিস্টেম এর কাছে ডাঁহা ফেল।
- Get link
- X
- Other Apps
কালীপুজোর অন্ধকার কাটাতে আমরা আলোর রোশনাই এ ঘর সাজিয়ে তুলি l আলো দিয়ে অন্ধকারের সাথে সাথে ভূতকেও ভাগাই কারণ আমরা মানি যে কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশীতে বংশের পূর্বজরা নাকি এঁকে এঁকে সিঁড়ি বেয়ে নেমে আসেন ধরাতলে l আমরা সচক্ষে প্রতক্ষ না করলেও আমাদের বাপ ঠাকুর্দার কাছ থেকে বেশির ভাগ শোনা কারণ ওনাদের আমলেই দৌরাত্ম ছিল যে অনেক বেশি ! সেই সময়ে বয়স্করা কচিকাঁচাদের ভূতের গল্পে মজিয়ে রাখবেন এটাই ছিল স্বাভাবিক | আমার বাবা বেশ মজা করে ভূতের গল্প বলতে পারতেন আর সেজন্যেই খুব জনপ্রিয় ছিলেন ছোটদের মাঝে | হয়তো ভাবতে বসবেন ভূতের গল্প আর মজা দুটো কি করে হয় কিন্তু সেটাই ছিল বাবার জনপ্রিয়তার কারণ | হরেক রকমের ভূতের সাথে অনায়াস দক্ষতায় হাস্যরস যোগ করে দিতেন | ছিল ঝুলিতে যেমন ব্রহ্মদত্তি, শাকচুন্নি তেমনি হাস্যরস জোগাতে কিঙ্কেবুড়ো (একটি কাল্পনিক চরিত্র যেটি এক বয়স্ক ব্রাহ্মণ রুপী ভূত বেলগাছের মগডালে অধিষ্ঠান করতেন) এর মতন কাল্পনিক চরিত্রও অনায়াসে হাজির করে দিতে পারতেন | আবার কল্পনাশক্তি দিয়ে কিঙ্কেবুড়ো রুপী ভূতের টিকিটাতে একটা আস্ত বেল বেঁধে দিয়ে ছুটিয়ে মারতেন | ভূতের মাথায় বেলের আঘাতে বড়োসড়ো আ...
- Get link
- X
- Other Apps
Current scenario and mindful meditation-Part-1: God has allowed us some spare time to do whatever we love during these quarantine days. There are many who are delving into the deep sea to fish out the hobbies and interests they wanted to pursue but could not do it due to routine activities. Social media too has come forward to market our skills which is really helping to display our creativity to our friends. During all these days, I too thought of what new thing I can add to my daily routine so that a part of me is surrounded in positivity with increased mental strength amidst all. So obviously to allow positively to come in, negativite news has to be stopped. So there I reduced watching TV news from 3 times to daily once. This gave me more productive time for exposure to other creative things including that of mindful meditation. The unfortunate incidents of increased number of mental cases including the recent death of a reputed Indian actor has again raised th...