ক্যালিফোর্নিয়ার একদিন:
সে এক দূর দেশের কথা
মেঘলা শান্ত দিন নিঝুম
যায় না দেখা লোকের মাথা
চতুর্দিক নিস্স্তব্ধ ঘুম ঘুম।
আর এক মেঘের ঝালর
মিরা মেসার সোনালী আভায়
উপত্যকায উড়িয়ে দেয়
লাল, হলুদ, সবুজ ক্যালিফোর্নিয়া পপি র চাদর।
আদম ইভের ইডেনে, রাত্রি আসে চুপিসাড়ে
বৃষ্টি পড়ে ঝিরঝিরিয়ে, ন্যাপা ভ্যালির ধারে ধারে
ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আসা,
ফুরায় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা।
পশ্চিম আকাশে গৈরিক আলোর লিখন
ড্রয়িং রুমে লিলির সুবাস বাতাসে ছড়ায় চুম্বন
ছেলেটির চোখে তখনও স্বপ্নপূরণের মহারণ
রাতের তারায়-তারায় আলাপ চলে বহুক্ষণ।
সুদূরের মরীচিকা স্বপ্ন দেখায়
কঠিন বর্তমান ভবিষ্যত খোঁজে
মাঝে মাঝে মিরামার থেকে উড়ে আসা
ফাইটার প্লেনের গর্জন নীরবতা ভাঙে।
কোকিলার বাসায় ফিরে আসা: উড়ন্ত মেঘের কালোচুলে দমকা হাসির মায়া, মনপ্রাঙ্গণ পেরিয়ে গেছে পঞ্চাশ, হয়তো বা ষাটের ছায়া। প্রথমবার যখন তোমায় দেখেছিলাম, ফিসফিসে বনভূমি, কুয়াশা ঢাকা হ্রদ— বেদনাকে নিয়ে এক ঘর সচ্ছলতা বিস্ফারিত চোখ ছিল নীরব সম্পদ অরণ্যের গভীরে বিস্মৃত স্মৃতির পাতা সব কিছুর ছায়ায় ছিল তোমার চোখের ইশারা সব কিছুতেই লুকিয়ে ছিল তোমার চোখের পলক। আহা,সেই জাদুকরী মুহূর্তগুলি— চুপিচুপি ফিরে আসে,পুকুর পারের গল্প, রি-বুট হওয়া এক শর্তবিহীন হাতে গচ্ছিত রেখে দিয়েছি অযুত স্বপ্ন। কোথায় কোথায় গেল যে সব বইগুলি
Comments
Post a Comment