ফিরে আসা :
তবুও তুমি ধ্বনির অলিন্দে বিভ্রম গড়ো,
তবুও অতীতের সুরে আমি জেগে উঠি।
নিঃসঙ্গতার মৃদু সংযোগে
শব্দহীন কবিতারা বয়ে চলে
ঈশ্বরের সৃষ্টির সবচেয়ে সুন্দর ছবির দিকে।
প্রথমবার তোমায় যখন দেখেছিলাম—
বিস্ফারিত চোখ, বেদনাকে নিয়ে এক ঘর শোক,
জঙ্গলের ফিসফিসে, কুয়াশা ঢাকা হ্রদের ধারে।
তুচ্ছ সব প্রশ্ন ঝরে পড়েছিল মৌনতায়।
আহা, সেই জাদুকরী মুহূর্তগুলো—
চুপিচুপি ফিরে আসে পুকুরপারের গল্পে,
নতুন স্মৃতি রচনার প্রস্তুতিতে।
Comments
Post a Comment