একটা প্লেন খুঁজে ফেরা:
গরবার গুঞ্জনে উজ্জ্বল এক তারা,
বোয়িং ফ্ল্যাপের ফড়ফড়ানি শেষে
মৃত্যুমিছিলে পাড়ি দেয় আকাশপথ সারা।
স্নানঘরের সে মৎস্যকন্যা,
রূপকথার এক বন্যা—
রানওয়ের জালের ফাঁকে
ঝুলে থাকে মগডালে;
না মাছ, না পাখি—
শুধুই এক অলীক প্রেম,
হারিয়ে যাওয়া ছায়া।
আকাশপথে ভাতের থালায়
তুর্কি নাচন নাচ,
পায়ের তলায় বিষাদপারা,
পুড়ে যাওয়া কাঠ।
টাইমজোনের ক্লান্তি নিয়ে
অপেক্ষমাণ এক টার্মিনাল—
ঘোমটা জড়ানো স্মৃতির শালে
নিঃশব্দে অবতরণের কাল।
ফিরবে না, ফিরবে না সে আর
চিত্রগুপ্তের খাতায় টিক চিহ্ন পড়া।
মেটাল ফ্যুসেলাজে তখন শুধুই
উল্কাপাতের নুপুর-রণন ধারা।
Comments
Post a Comment