অপ্রকৃত বাস্তবতা ও বসন্ত:


এ আই অ্যালগরিদম এ ফিরে পাওয়া    

ছৌ মুখোশ পরিহিত কিছু পরিচিত মুখ

ফাগুন আগুন হয়ে বিলীয়মান মুহূর্তের খুঁটিনাটি 

আয়নার প্রতিবিম্বে ইট কাঠ পাথর

কুয়াশায় ঝুলে থাকা বিষন্ন বিকেলবেলা

সেলফির আমি, আসল নকলের সংজ্ঞা 

মস্তিষ্কের গভীরতায় অপরিচিত ভাইরাস 

সব, সব কিছুই এখন হাতের মুঠোয়। 


আমি কি হারিয়ে যাচ্ছি কল্পনার জগতে 

পৃথিবী বিচ্ছিন্ন এক অপ্রকৃত বাস্তবতায় 

বিলীয়মান শুন্যতায় ভেসে থাকা ফানুসে 

অথবা ঝিমিয়ে যাওয়া এক বিলুপ্তপ্রায় সমাজে।


দীর্ঘ শীত পাড়ি দিয়ে আনমনা মন 

আলস্য ভাঙে এই বসন্তসন্ধ্যায়

কল্পনা ছেড়ে আবার বাস্তবে ফিরে আসা  

বাসন্তী শাড়ীতে তখন আলপনা, শঙ্খধ্বনি, ধূপের সুবাস।

Comments

Popular posts from this blog