কলকাতার কাদম্বিনী:
মায়ের চোখে সোনার মেয়ে
বিষন্নতায় আকাশ ছেয়ে
কোন আঁধারে মুখ ঢাকলি
কাদম্বিনী, কোথায় গেলি।
বাইরে তখন রাত তিনটে নামে
সেমিনার রুমে, অকাতর ঘুমে
প্রাগতৈহাসিক অন্ধকারে পশুদের আনাগোনা
ঘরে একা নির্ভয়া বঙ্গ ললনা।
সজাগ এক সিভিক ভলান্টিয়ার
করবে কখন তার শিকার
শুধুই কি তার
কে জানে তার সাথে আরও কার।
অবাধ তার আনাগোনা
ভোট টানা, হাসপাতালে রোগী আনা
আসল না সে মুখোশধারী
ফ্রাঙ্কেনস্টাইন দের ওটাই বাড়ি।
আর জি কর বর্ষার রক্তে অশ্রুতে লাল,
নিউজ চ্যানেল এ চিরাচরিত বাক্যবানের জাল
হাথরাস আর উন্নাও বুলি উপচায়
আমার দেশে তখন শুধুই শ্রাবন ঘনায়।
Comments
Post a Comment