বারোজন সৈনিক:
ভ্যালেন্টাইন্স ডে এর গোলাপী দিনে
ঘাতক বোমার আচম্বিত বিস্ফোরনে
লৌহপুরুষদের বলিদানে
বিধবা নারীদের অশ্রুবেদনে
এই বসন্ত অনেক লাল রঙ দেখেছে
মৃত্যু উপত্যকার রনে।
ঘাতক বোমার আচম্বিত বিস্ফোরনে
লৌহপুরুষদের বলিদানে
বিধবা নারীদের অশ্রুবেদনে
এই বসন্ত অনেক লাল রঙ দেখেছে
মৃত্যু উপত্যকার রনে।
নিতে হবে বদলা
বারোজন সৈনিক একলা,
এখনো লাল রঙা হয়নি পুবের সুর্য্য,
মিরাজে পশ্চিমে চলেছে মোদের শৌর্য্য
নতুন ভারতের সম্রাট
বারোজন নতুন মৌর্য্য।
বারোজন সৈনিক একলা,
এখনো লাল রঙা হয়নি পুবের সুর্য্য,
মিরাজে পশ্চিমে চলেছে মোদের শৌর্য্য
নতুন ভারতের সম্রাট
বারোজন নতুন মৌর্য্য।
Comments
Post a Comment