যে বসন্ত চলে গেল:

যে বসন্ত চলে গেল
এক পশলার আবির সাজে
এরিকা তাকে খুজেই পাবে
ব্লাক ফরেস্ট টিউলিপ মাঝে।
যে বসন্ত চলে গেল
ঝরাপাতার সাথি হয়ে
শিমুল পলাশ কাঙাল হল
ফাগের শেষে মুক্তি পেয়ে।
যে বসন্ত চলে গেল
দোয়েল কোয়েল কুহু তানে
দুরের মানুষ কাছে এল
দখিন হাওয়ায় গানে গানে।
যে বসন্ত চলে গেল
মরিচিকার সপনো মায়ায়
গভীর এক উপত্যকায়
মিথেন গ্যাসের হৃদয় জলায়।
যে বসন্ত চলে গেল
বকুল গন্ধের বন্যাধারায়
রঙ দে গেরুয়ায়
মনের গহন আঙিনায়।

Comments

Popular posts from this blog