ছিন্নস্মৃতির ফাগুন:
ছিন্নস্মৃতিতে এসেছে ফাগুন
পলাশ শিমুল কৃষ্নচুড়ায় আগুন।
শিমুলতলায় দে দোল দোল
কদমফুলের পন্চমদোল
সাথে মৃদঙ করতাল ঢোল
শ্যামসুন্দর তলায় হট্টগোল
আম্রশাখায় লেগেছে বোল
এসেছে ফাগুন দে দোল দোল।
এসেছে ফাগুন দুয়ার খোল
রতন চয়ন কর আনমোল।
বসন্ত ছোঁয়া শরীরে
অহম পেরিয়ে মনের গভীরে
কুহুতানের সম্মোহনের সুরে
পাখির নিড়ের চোখদুটি ঘিরে
দখিন হাওয়ায় মর্মরিয়ে
এসেছে ফাগুন গুনগুনিয়ে।

Comments

Popular posts from this blog