অন্য বসন্তে:
কোথা সে শীতের আড়ষ্ট আবেশ,
জড়স​ড় জবুথবু বেশ,
এখন বসন্ত দেশ।
বনবীথিকা ফুলে ফুলে ছায়
শিমুল রঙে রাঙায়,
উতল হাওয়ায় দোল দিয়ে যায়,
কদমফুল পনচম দোল মাতায়
বসন্ত তার চিহ্ন রেখেছে পাতায় পাতায়।
কুড়ি বছর পরে সে এক অন্য বসন্ত​,
আমি হোলির শুভেচ্ছা জানাতে পারিনি,
আমার মনে কোনো রঙ লাগে নি।
এ ফাগুন আজ বড়ো ক্লান্ত
প্রখর তপন তাপে চতুর্দিক শান্ত​,
যাযাবর মনপাখি উড়ে যায় রাশিয়ায়, সাইবেরিয়ায়,
দীর্ঘস্থায়ী বসন্ত আনতে আমাদের বালুকাবেলায়।

Comments

Popular posts from this blog