তুমি আসবে বলেই:
তুমি আসবে বলেই শরতের আকাশ নরম তুলতুলে,
ভোরের আকাশ সুবাস ছড়ায় শিউলি ফুলে।
তুমি আসবে বলেই কাশের বন হাওয়ায় দোলে,
মায়াবি রাত হারায় তারায় স্বপ্নের কোলে কোলে।
তুমি আসবে বলেই শিকেয় ওঠে বাজারের সেই থলে,
মন ভরে না মুখে রচে না ভাত আর মাছের ঝোলে।
তুমি আসবে বলেই ঢাকের শব্দে মনের দরজা খোলে,
মনোহারিনী তরুনী ঢাকাই হাঁকায় প্যান্ডেলে প্যান্ডেলে।
তুমি আসবে বলেই গানের সুরের আসনখানি মেলে,
টিম গড়ি, লড়াই করি কমপিটিশান খেলে।
তুমি আসবে বলেই বিসর্জনের বাজনায় চোখ ছলছলে,
স্বচ্ছ ভারত ফেনার আড়ত যমুনার পুন্য জলে।
তুমি আসবে বলেই দশমীর বিদায় রঙ ভুলে,
আসছে বছর আবার হবে আশ্বাসবানী মেলে।।
ভোরের আকাশ সুবাস ছড়ায় শিউলি ফুলে।
তুমি আসবে বলেই কাশের বন হাওয়ায় দোলে,
মায়াবি রাত হারায় তারায় স্বপ্নের কোলে কোলে।
তুমি আসবে বলেই শিকেয় ওঠে বাজারের সেই থলে,
মন ভরে না মুখে রচে না ভাত আর মাছের ঝোলে।
তুমি আসবে বলেই ঢাকের শব্দে মনের দরজা খোলে,
মনোহারিনী তরুনী ঢাকাই হাঁকায় প্যান্ডেলে প্যান্ডেলে।
তুমি আসবে বলেই গানের সুরের আসনখানি মেলে,
টিম গড়ি, লড়াই করি কমপিটিশান খেলে।
তুমি আসবে বলেই বিসর্জনের বাজনায় চোখ ছলছলে,
স্বচ্ছ ভারত ফেনার আড়ত যমুনার পুন্য জলে।
তুমি আসবে বলেই দশমীর বিদায় রঙ ভুলে,
আসছে বছর আবার হবে আশ্বাসবানী মেলে।।
Comments
Post a Comment