ঋতুবদলের ইলিশ:
আহ্হ ইলিশ;
মৌসুমি প্রেমে কেমনে করি তোমায় মিস,
বর্ষার আগমনের নিঃশব্দ বারিশ
উফফফ ইলিশ;
ভাপা, পাতুরি বা ফ্রাই,
কি অদ্ভুত সব ডিশ।
ইস্স্স ইলিশ;
তোমার প্রথম প্রেমের নির্ভুল সাজিশ,
সমুদ্র মন্থনে ওঠা দেবভোজ্য জিনিশ।
উফ্ফ ইলিশ;
ওমেগা থ্রী সুধাঢালা পদ্মার কিস,
ঋতুবদলের গল্পে করবো রেলিশ।
Comments
Post a Comment