ক্যালিফোর্নিয়া মায়া:
আমার ক্যালিফোর্নিয়া সুসজ্জিত চেরি, বেরি, আনারকলি,
পাহাড়ের গায়ে ঘন হয়ে থাকা নিলি লিলি,
নরম রোদে গা ডুবিয়ে সোনালি দিনগুলি
আলো আঁধারির লুকোচুরি রুপালি ঝিলিমিলি
সান্তা মনিকার পিয়ারে তুই কি মৎস্যকন্যা হলি।
নোবেল পার্কের শান্ত নিরালা কোন
মেঘের ভেলায় ভাসমান হলুদ প্রজাপতি মন​,
হাওয়াতে জেগে ওঠা পাম ট্রি র শিরশিরানি
আচম্বিতে উড়ে আসা ফোয়ারা জলের ফিসফিসানি
কাঠবেড়ালির রাজত্বে মায়াজাল ছড়ালো কোন​ জন​।
আল্তো গোলাপের সমুদ্র সকাল
মীরামার থেকে ছুটে আসা এক ঝাঁক সী গাল,
সাদা কালো থেকে রঙিগন হওয়ার দিন
মোহিতো, লাইম আর জিনের সিন​
নেশা লাগানো মাঝ দরিয়ায় সে কোন​ স্পীড বোটের ধামাল।
প্রশান্ত সাগরপারের তারাবিহীন রাত
লখখ্য বালুকনার মিটিমিটি জোনাকি সাথ,
সানসেট ক্লিফ এর সূর্যাস্তের রক্তিম আভা
অনাদিকালের যুগল প্রেমের লাভা
বাতাসের উল্লাস, দুরন্ত ঢেউ, দুজনার​ হাতে হাত।
কুয়াশার ঘেরাটোপে রহস্যময়ী বৈশাখী দিন
শীতল স্রোতে গা ভাসায় সী লায়ন এর জিন,
পয়েন্ট লোমার লাইটহাউস ছুঁয়ে যায় এক দীর্ঘতর ছায়া
নিঃশব্দে চুম্বনরত নেভি পীয়ারের জলদেবীর কায়া
তুমি কত বেশে, নিলে বাহুপাশে, ক্যালিফোর্নিয়া মায়া।

Comments

Popular posts from this blog