পুজোর কবিতা:
পুজো এসে গেলো,
অনিশ্চ​য়তার মাঝে দেবীর দোলা
অতিমারি পেরিয়ে এবার​ মেলবন্ধনের পালা
লুকিয়ে থাকা মেঘের মাঝে
বৃষ্টি আসে ভৈরবী সাজে
ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ​, সিঁদুর খেলা,
পুজো
পুজো সাজে সমাজের শাড়ী মেলা।

তুমি আসবে বলেই শরতের আকাশ নরম তুলতুলে,
প্রথম প্রেমের আলতো আবেশ ছড়ায় শিউলি ফুলে।
তুমি আসবে বলেই কাশের বন মৃদু হাওয়ায় দোলে,
মায়াবি রাত হারায় তারায় স্বপ্নের কোলে কোলে।
তুমি আসবে বলেই শিকেয় ওঠে বাজারের সেই থলে,
মন ভরে না, মুখে রচে না ভাত মাছের ঝোলে।
তুমি আসবে বলেই ঢাকের শব্দে মনের দরজা খোলে,
মনোহারিনী তরুনী ঢাকাই হাঁকায় প্যান্ডেলে প্যান্ডেলে।
তুমি আসবে বলেই গানের সুরের আসনখানি মেলে,
টিম গড়ি, লড়াই করি কমপিটিশান খেলে।
তুমি আসবে বলেই বিসর্জনের বাজনায় চোখ ছলছল,
স্বচ্ছ ভারত ফেনার আড়ত যমুনার পুন্য জল।
তুমি আসবে বলেই দশমীর বিদায় রঙ ভুলে,
আসছে বছর আবার হবে আশ্বাসবানী মেলে।

পুজো চলে যায়​,
কবিতা এখন রাতের আকাশে ক​য়েক হাজার গাড়ি
কবিতা এখন মানুষের মিছিলে আবছা মুখের সারি
ছায়ার শরীরে বিষন্নতা,
দেওয়াল ঘড়ির স্তব্ধতা,
শব্দের ভিতরে হারায় কথা
মনখারাপের দিনগুলোতে বড়ই একা।


Comments

Popular posts from this blog