Posts

Showing posts from September, 2025
ফিরে আসা : তবুও তুমি ধ্বনির অলিন্দে বিভ্রম গড়ো, তবুও অতীতের সুরে আমি জেগে উঠি। নিঃসঙ্গতার মৃদু সংযোগে শব্দহীন কবিতারা বয়ে চলে ঈশ্বরের সৃষ্টির সবচেয়ে সুন্দর ছবির দিকে। প্রথমবার তোমায় যখন দেখেছিলাম— বিস্ফারিত চোখ, বেদনাকে নিয়ে এক ঘর শোক, জঙ্গলের ফিসফিসে, কুয়াশা ঢাকা হ্রদের ধারে। তুচ্ছ সব প্রশ্ন ঝরে পড়েছিল মৌনতায়। আহা, সেই জাদুকরী মুহূর্তগুলো— চুপিচুপি ফিরে আসে পুকুরপারের গল্পে, নতুন স্মৃতি রচনার প্রস্তুতিতে।
 স্মৃতির অলিন্দে একটি অন্তর্লীন প্রতিচ্ছবি তবুও তুমি ধ্বনির অলিন্দে বিভ্রম গড়ো, তবুও অতীতের সুরে আমি জেগে উঠি। নিঃসঙ্গতার মৃদু সংযোগে, অদম্য এক আত্মা হয়ে শব্দহীন কবিতারা বয়ে চলে ঈশ্বরের সৃষ্টির সবচেয়ে সুন্দর ছবির দিকে। প্রথমবার তোমায় যখন দেখেছিলাম— বেদনাকে নিয়ে এক ঘর সচ্ছলতা, জঙ্গলের ফিসফিসে, কুয়াশা ঢাকা হ্রদের ধারে। সব কিছুর ছায়ায় ছিল তোমার ইশারা, সব কিছুতেই লুকিয়ে ছিল তোমার চোখের পলক। তুচ্ছ সব প্রশ্ন ঝরে পড়েছিল মৌনতায়। আহা, সেই জাদুকরী মুহূর্তগুলো— চুপিচুপি ফিরে আসে পুকুরপারের গল্পে, রাসমাঠের ধূলিধূসর প্রান্তে, গঞ্জের হাটের কোলাহলে। নবজাগরণের কোমল ছোঁয়ায় নিত্যনতুন স্মৃতি রচনার প্রস্তুতিতে।
কোকিলার বাসায় ফিরে আসা:   উড়ন্ত মেঘের কালোচুলে  দমকা হাসির মায়া, মনপ্রাঙ্গণ পেরিয়ে গেছে পঞ্চাশ,  হয়তো বা ষাটের ছায়া। প্রথমবার যখন তোমায় দেখেছিলাম, ফিসফিসে বনভূমি, কুয়াশা ঢাকা হ্রদ— বেদনাকে নিয়ে এক ঘর সচ্ছলতা বিস্ফারিত চোখ ছিল নীরব সম্পদ  অরণ্যের গভীরে বিস্মৃত স্মৃতির পাতা সব কিছুর ছায়ায় ছিল তোমার চোখের ইশারা সব কিছুতেই লুকিয়ে ছিল তোমার চোখের পলক। আহা,সেই জাদুকরী মুহূর্তগুলি— চুপিচুপি ফিরে আসে,পুকুর পারের গল্প​,  রি-বুট হওয়া এক শর্তবিহীন হাতে গচ্ছিত রেখে দিয়েছি অযুত স্বপ্ন।  কোথায় কোথায় গেল যে সব বইগুলি