
বর্ষণমুখর দিনের গল্প: আমার বর্ষাকাল মানে নিজের চোখে দেখা গ্রামবাংলার বর্ষাকাল । সেই জল থৈ থৈ মাঠ , পুকুর , কর্দলিপ্ত ফুটবলের বিকেল , জুঁই , বেল এর গন্ধে মাতোয়ারা সন্ধা আর ব্যাঙ এর ডাকে সঘন গহন রাত্রি ।সন্ধ্যা হলেই জমাট বাঁধা অন্ধকার ঘিরে ধরতো আমাদের পাড়াকে। আমরা তখন সবাই মিলে ছাদে। প্রকৃতির অকৃত্রিম হাওয়া ই যে গরম থেকে নিস্তার পাওয়ার একমাত্র অবলম্বন। হারিকেনের মিটি মিটি আলো সেই আঁধারের সাথে লড়তে গিয়ে বিষন্ন এক দীপশিখার মত যখন নিভু নিভু ঠিক সেই সময় হাজার হাজার জোনাকি দেখা দিত। জোনাকির আলো আর শিয়ালের হুক্কা হুয়া ডাক শুনতে শুনতে ঘুমের দেশে পরী এসে কখন যে আপন করে নিত। ঘুম পাড়ানি মাসি পিসি কে আনতে হলে এখনকার যুগে কতই না মেহনত করতে হয় কিন্তু সেই সময়ের লাইট ও সাউন্ড সিস্টেম এর কাছে ডাঁহা ফেল।