সৃষ্টিচক্র ফিরে দেখা: অস্পষ্ট কুয়াশায় ঢেকে যাওয়া পথ, ফরিস্তা শুভ্রবসনা ছুঁয়ে আত্মার কণা নীরবে, মেঘলায় স্বপনে সমানে ঝোলে, দোলে—আনন্দে ও বেদনে। জ্ঞানসরোবরের জ্ঞান, জপমালার দান, নিঃশব্দ আশ্রমে আত্মশুদ্ধির কায়া, আলো খুঁজে ফেরা বেদনাহত ছায়া… পতিত থেকে কর্মাতিত, ফিরে দেখা পাঁচ হাজার বছরের পুরোনো অতীত। অমৃতবেলার নীরবতায় জাদুই আলোর বিলুপ্তি বিনাশে দুখিআত্মার শুদ্ধতম পরিণতি। সৃষ্টি-চক্রের বিন্দুর ধীর লয়ে অবসান— ‘দ্য লাইট’-এর স্নিগ্ধ নিঃশ্বাস, অন্তর হতে আহ্বান, বাবার কোলে ফেরার—আত্মার আকুল আর্তি। English Translation: A path veiled in uncertain mist, A white-robed angel Touches the soul’s particle— Silently, dreamlike in the cloudy ether It sways and swings—between joy and sorrow. The wisdom of the lake of knowing, a gift of prayer-beads, In the hushed hermitage, the form of soul-cleansing. A grieving shadow searches for light… From the fallen to the actionless— Looking back at five thousand years of ancient past. In the silence of the ...
Posts
Showing posts from July, 2025