Posts

Showing posts from April, 2025
দ্রোহকাল: জীবন চরকি পাকের মতো আবর্তিত হয়  কার্নিভাল থেকে দ্রোহকালের মাঝে  অনিশ্চয়তার ডানা মেলে  যৌবন রাজহাঁসের মতো মুক্ত খোঁজে   শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে, সকাল সাঁঝে  শীতের ঝরাপাতার সাথে উড়ে আসা  পলাশীর প্রান্তর, অস্ত্রাগার লুণ্ঠন  অনাদিকালের প্রতিবাদের ভাষা  নিংড়ে আনে কিটোন বডি অন্তারাত্মা দামামা তোলে ক্ষনে ক্ষণ ।   সোনালী স্বপ্নে ঘেরা তারুণ্যের মায়াজাল আশ্বিনের বিসর্জনের ঢাক গুড়গুড় তাল একশো তেষট্টি ধারা, রুদ্ব কারা    আমার দূর্গার আজ রনং দেহি সারা।