Posts

Showing posts from July, 2024
পাহাড় জ্বলছে:  উদাসী দিগন্তে মন খারাপের দিনে,   একান্তে পাহাড় আজ লুকিয়েছে মুখ  কুয়াশার আড়ালে   পাইনের বনে সূর্যস্নাত সকালে।     দুই নিঃসঙ্গ পাহাড়ের মাঝে এক শীর্ণকায় নদী, নদী তাকে বলা যায় যদি, বালুকাবেলা চিরে ট্যাঙ্কার এর ঘর ঘর ডাকে হয়তো সে হারিয়েই যাবে কোনো এক ফাঁকে।   পাহাড়ের মাথায় তখন শুধুই গুঞ্জন  স্বর্গ নদী পাড়ি দিতে  আরও কত যোজন?  আরও কত দূরের টান    নদীর সাথে কলতান, মন ভোলানো স্বপ্ন রাজ্যে  গড়ব মোদের স্থান।       ছদ্মবেশী মায়া  দক্ষিণ গরম হাওয়া   ক্ষুৎপিপাসায় ক্লান্ত দেহ  বিষম শীর্ণকায়া,  মেঘের নিচেই লুকিয়ে ছিল  হিংসুটে রৌদ্র ছায়া।   হয়নি আমার পাহাড় দেখা রাত্রি যেমন কাঁটা, জানে শব্দভেদী ভাষা। রাত পোহালেই ফুটবে যে সেই  কঠোর কঠিন সূর্যশিখা।